Posts

কবিতা

গীতি কবিতা ০০৪৩: মৃত্যু অবধারিত

October 15, 2024

তারিক হোসেন

113
View

জীবন অন্ত, নয় সে অনন্ত, মৃত্যু অবধারিত;
আসিবে আসিবে, একদিন সে আসিবে হয়তো।
আঁধার আসে আঁধার কাটে, নতুনে পুরাতন পূর্ণ;
সবকিছু  ভরে যাবে, রবে না কিছু শূন্য।

জীবনে হবে শুরু, মৃত্যুতে মুক্তি, মহা মুক্তি;
কিছুই রবে না ধন সম্পদ, যৌবন, কিংবা শক্তি।
মহাকালে লেখা রবে, তোমার সকল কীর্তি;
সকলি শেষ, সকলেই ভুলিবে, করিবে তোমার ইতি।

Comments

    Please login to post comment. Login