Posts

কবিতা

গীতি কবিতা ০০৪৪: বেলাশেষে

October 15, 2024

তারিক হোসেন

100
View

বেলাশেষে, তোমার বেলাশেষে;
কেন দাঁড়িয়ে আছ,  আমার দ্বারে এসে।।

তুমি সুখে ছিলে, তোমার ছিল কত আপন জন;
সেদিন তোমার বুঝার ছিল, কেবা পর কেবা আপন।
সুখের দিনে সবাই আসে, করে কত গুনগান;
দুঃখের দিনে কেউ রবে না, দিয়েছে সবাই পিছুটান।।

দুঃখ যদি নাইবা রবে, শিক্ষা তবে কেমনে পাবে;
নকল সোনার মাঝে তুমি, খাঁটি সোনা কেমনে নিবে।
সুখ দুঃখ একই সাথে, আসবে যাবে দিনে রাতে;
সেদিন তোমার সঠিক কাজটি, করতে হবে সবার সাথে।।

Comments

    Please login to post comment. Login