মিশে রবো
লিংকন
১৬/১০/২২
আমি মিশে রবো তোমার সনে,
মিশে রবো তোমার হয়ে!
বাতাসের ঢেউয়ের কোলে!
তোমার প্রতিটি শ্বাসের পরতে পরতে
খুঁজে নিও আমায়!
বৃষ্টিজল হয়ে
ঐ দূর আকাশ হতে ডালামেলে,
নেমে আসবো তোমার জানালায়!
তুমি হাত বাড়িয়ে ছুঁয়ে দেখো,
স্পর্শ পাবে আমার!
শরতের কাশবনে একবার এসো তুমি,
আমায় পাবে সমগ্র মাঠ জুড়ে!
ভোরবেলা যখন যখন সূর্যটা
রং ছড়াতে শুরু করবে,
এসো তুমি সবুজ দূর্বাঘাসে,
নগ্নপায়ে!
শিশির হয়ে ছুঁয়ে দিবো তোমায়!
আমার উষ্ণতা পাবে তাতে।
প্রিয়তম থাকিনা অনেক দূরে
হয়তো যোজন যোজন দূর
তবুও আমি মিশে রবো তোমাতে।
This is a premium post.