Posts

কবিতা

এই শরতে

October 16, 2024

নাসির ফরহাদ

মেঘের ফাঁকে সূর্য হাসে এই শরতে এই শরতে!
এমন হাসি রাখবো ধরে কোন পরতে কোন পরতে। 
ঝিরি-ঝিরি বাতাস বহে পাতার ফাঁকে,
কাশফুলেরা হাসছে সুখে নদীর বাঁকে। 
তড়িৎ বেগে ছুটে চলে বকের সারি,
এমন দিনে তোমার সাথে আমার আড়ি।
বুনোহাঁসরা ডিম পারছে ঝোপে-ঝাড়ে,
ঘুঘু শালিক ব্যস্ত এখন পানাহারে।
দূর বনেতে ডাহুকের ডাক যাচ্ছে শোনা,
এরই মধ্যে তোমার জন্য প্রহর গোনা।
আধো আধো বুলি বকছে ছোট্ট শিশু,
মিষ্টি বাতাস বলছে কানে অনেক কিছু ৷
এত কিছুর মানে তো আর যায় না বোঝা,
চক্ষু মুদে সুখের স্মৃতি হাতড়ে খোঁজা।

Comments

    Please login to post comment. Login