Posts

কবিতা

গীতি কবিতা ০০৪৭: আদরে আদরে রাখিব

October 16, 2024

তারিক হোসেন

তোমায় আদরে আদরে রাখিব,
তোমায় যতনে যতনে রাখিব।২
তোমায় নিয়ে দুজনাতে,
সুখের সাগরে ভাসিব।ঐ

তোমার গলায় পরাব মালা দিয়ে পদ্ম ফুল;
তোমার কানে পরাব আমি লক্ষ তারার দুল।২
তোমার খোঁপায় জরিয়ে দিব;২
আমার প্রেমের ফুল।ঐ

তোমার মন রাঙ্গাব আমি, রংধনুর রং দিয়ে;
তোমার পরান বাঁধিব আমি, মায়ার শিকল দিয়ে।২
তোমার চোখে পারাব ঘুম;২
ভালোবাসার পরশ দিয়ে।ঐ

তোমার জন্য বানাব শাড়ি, দিয়ে গোলাপ ফুল;
তোমার পায়ের নূপুর হবে, কৃষ্ণচূড়ার ফল।২
তোমার মাথার মুকুট হবে;২
আমার সাধের সকল।ঐ

Comments

    Please login to post comment. Login