Posts

কবিতা

গীতি কবিতা ০০৪৭: আদরে আদরে রাখিব

October 16, 2024

তারিক হোসেন

282
View

তোমায় আদরে আদরে রাখিব,
তোমায় যতনে যতনে রাখিব।২
তোমায় নিয়ে দুজনাতে,
সুখের সাগরে ভাসিব।ঐ

তোমার গলায় পরাব মালা দিয়ে পদ্ম ফুল;
তোমার কানে পরাব আমি লক্ষ তারার দুল।২
তোমার খোঁপায় জরিয়ে দিব;২
আমার প্রেমের ফুল।ঐ

তোমার মন রাঙ্গাব আমি, রংধনুর রং দিয়ে;
তোমার পরান বাঁধিব আমি, মায়ার শিকল দিয়ে।২
তোমার চোখে পারাব ঘুম;২
ভালোবাসার পরশ দিয়ে।ঐ

তোমার জন্য বানাব শাড়ি, দিয়ে গোলাপ ফুল;
তোমার পায়ের নূপুর হবে, কৃষ্ণচূড়ার ফল।২
তোমার মাথার মুকুট হবে;২
আমার সাধের সকল।ঐ

Comments

    Please login to post comment. Login