পোস্টস

কবিতা

"নীরবতার সুর"

১৭ অক্টোবর ২০২৪

তাহসিন আরিফ হিমেল(INNOVA JOURNAL)

মূল লেখক হিমেল

চুপচাপ চুপচাপ থাকি,
মনের ভেতর জমে থাকে কথা,
আকাশের মতো নিস্তব্ধতা,
বাতাসের মতো নীরবতা।

অন্তরের শব্দগুলো মিশে যায়,
চুপের সাগরে ডুবে যায় তারা,
পাহাড়ের মতো ভারী নীরবতা,
নদীর মতো নীরব বয়ে চলা।

চুপ থাকা মানে বোবা নয়,
কথারা থাকে অদেখা ভঙ্গিতে,
শব্দহীন এক কথার ঝড়,
মনের গভীরে খেলে যায় প্রতিধ্বনি।

চুপচাপের ভেতরেও কথা বলে,
অনুভূতিরা গোপনে গড়ে তোলার ছবি,
মেঘের মতো জমে থাকা অভিমান,
আর বৃষ্টির মতো নিঃশব্দ কান্না।

চুপচাপের এই গভীরতা,
খুঁজে পাওয়া যায় নীরবতার সুরে,
যেখানে মনের কথা ঝরে,
নীরবতায় সাজানো এক গভীর কবিতা।