- স্ট্যাটাস অ্যাক্টিভ
- মেম্বার হয়েছেন ১৬ সেপ্টেম্বর ২০২৪
- পোস্ট সংখ্যা ২৩
- পোস্ট কিনেছেন ০
- পোস্ট বিক্রি হয়েছে ০
Teacher
আমি তাহসিন আরিফ । আমি নিজেকে খুব ক্ষুদ্র ও নগণ্য মনে করি। যেহেতু আমি একজন মানুষ হিসেবে পরিচয় দিচ্ছি, তাই আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে পরিবেশকে ক্ষতি করে এমন কোনো প্রযুক্তি থাকবে না, মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও নির্মল পৃথিবী গড়ে উঠবে যেখানে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে। আমি চাই একটি পৃথিবী যেখানে প্রতিটি প্রাণী ও গাছপালা নিরাপদ ও সুস্থ থাকবে, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম বিশুদ্ধ বাতাস, স্বচ্ছ জল ও উর্বর মাটি পাবেন। আমি বিশ্বাস করি, যদি আমরা সবাই মিলে কাজ করি, তাহলে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সামঞ্জস্যপূর্ণ, শান্তিপূর্ণ ও উন্নত পৃথিবী গড়ে তোলা সম্ভব। আমি এমন একটি বিশ্ব গড়ার জন্য সামান্য অবদান রাখতে চাই এবং সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করি। আসুন, আমরা সবাই মিলে সেই সুন্দর পৃথিবী বাস্তবায়নের পথে অগ্রসর হই।