Posts

চিন্তা

জ্ঞানহীনতার অন্ধকার: বই পড়ার অভ্যাস হারানো একটি ব্যর্থ সমাজের লক্ষণ"

November 5, 2024

তাহসিন আরিফ হিমেল(INNOVA JOURNAL)

Original Author হিমেল

49
View

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে- রা*শিয়া*ন লেখক আন্তন চেখভ  বলেন:

ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান বিজ্ঞানে জেগে ওঠেনা। সে জেগে ওঠে শ্লোগানে। এখানে- পাঠাগার কম থাকে। উপসানালয় বেশী থাকে। যে উপাসনালয়গুলো আবার সপ্তাহের ছয়দিনই খালি পড়ে থাকে।  

ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে  হাজার হাজার বোকা থাকে  এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে  হাজার হাজার পচনশীল শব্দ। তারা সমস্যার উপরে ভেসে বেড়ায়, গভীরে প্রবেশ করতে পারেনা।

সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়  সর্বদা নির্বোধ।সমাজের অতি  তুচ্ছ বিষয়গুলি নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে। মূল বিষয়গুলো হারিয়ে যায়। সমস্যা সমাধানের চেয়ে একে অন্যের উপর প্রতিনিয়ত দোষ চাপাতে থাকে।  

অর্থহীন গান ও সস্তা বিনোদনের পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে। ফলে, সস্তা বিনোদন করেও মানুষ প্রচুর জনপ্রিয়তা অর্জন করে। এবং এইসব গান, বাদ্য বাজনার মানুষগুলো জনপ্রিয় হয়ে ওঠে।  

রাজনৈতিক নেতাদের দেবতার মতো করে পূজা-অর্চনা করা হয়।আর এক দলের দেবতাকে অন্য দল সহ্য করতে পারেনা।যে কোনো একটা খেলা দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্থ করে রাখা হয়।

চিন্তাশীল মানুষের  মূল্য বা ওজন কেউ বুঝেনা। অধিকাংশ মানুষ আজেবাজে কথায় সময় পার করে দেয়। আজে  বাজে কথা বলে যে মানুষকে  হাসায়, তার চেয়ে কঠিন সত্য বলে  যে বাস্তবতাকে  জাগিয়ে তোলে তাকে কেউ গ্রহণ করেনা।

অজ্ঞ সংখ্যাগরিষ্ঠরা এখানে আপনার ভাগ্য নির্ধারণ করে। সবার যেমন একটি করে পশ্চাতদেশ থাকে।ঠিক তেমনি ব্যর্থ সমাজে  যে কোনো বিষয়ের উপর সবার  একটি করে মতামতও থাকে।

ব্য'র্থ সমাজে মানুষ ব্য'র্থ হয়না, এখানে সচতুরভাবে তাকে ব্যর্থ বানানো হয়।

এ লেখাটা কেমন দেখো তুমি এভাবে বাস্তবভিত্তিক লেখা লিখতে পারবা 

Comments

    Please login to post comment. Login