পোস্টস

কবিতা

ইয়াহিয়া সিনার স্মৃতি"

২১ অক্টোবর ২০২৪

তাহসিন আরিফ হিমেল(INNOVA JOURNAL)

মূল লেখক হিমেল

 

গাজার বুকে রক্তের স্রোত,
যেখানে যুদ্ধের জিৎ-হারা,
এক নেতা চলে গেলেন,
নাম শুনে যিনি সবাই হারা।

ইয়াহিয়া সিনা, তোমার স্মৃতি,
স্বপ্ন দেখাতো মুক্তির পথে,
বন্দুকের গুলি, কান্নার সুর,
শান্তির আশা ছিল হৃদয়ের গভীরে।

যুদ্ধের করাল থাবায়,
স্বপ্নের মিছিল থেমে গেল,
মানবতার অন্ধকারে,
তোমার নামে অনেক প্রার্থনা চলল।

তোমার মৃত্যুর পর শহরে,
বুকের মধ্যে উঠেছে ঝড়,
মাটি রক্তে রঞ্জিত হয়ে,
মুক্তির সুরে বাজছে বন্দর।

কবে আসবে শান্তির বীজ,
যেখানে হাসবে সবুজের স্রোত,
যেখানে সব জাতি মিলবে,
যেখানে থাকবে না আর মৃত্যু কোতর।

গাজার মাটিতে তোমার খোঁজ,
পাহাড়ে, নদীতে, সবুজের ডালে,
যুদ্ধের তালে, তোমার নাম,
একদিন হবে মুক্তির গান।

তোমার স্মৃতিতে আমরা জেগে,
লড়ব অবিরত, নীরব কান্নায়,
গাজার বুকে জাগবে শান্তির আলো,
যেখানে হবে না আর মৃত্যু গায়ে।