Posts

কবিতা

মৃত্যুর সুরে জীবনের গীত"

October 21, 2024

তাহসিন আরিফ হিমেল(INNOVA JOURNAL)

Original Author হিমেল

জীবনের পথে হাঁটতে হাঁটতে,
মৃত্যুর ছায়া মাঝে মাঝে আসে,
একটি নিশ্চল অথচ জীবন্ত সত্য,
যার অস্তিত্ব মিটে না কোনো কাজে।

প্রতি সজীব পুষ্পের পাপে,
আছে মাটির কথা অগণিত,
মৃত্যুর সুরে লুকিয়ে আছে,
জীবনের যে অমর গীত।

সুখের হাসি, দুঃখের স্রোত,
অভিমান ও ভালোবাসার খেলা,
সবটাই যেন এক প্রহেলিকা,
মৃত্যু যেনে করে সবটা মেলা।

যখনই আসে নিঃশ্বাসের ঢেউ,
হৃদয়ে বাজে মৃত্যুর মন্ত্র,
তবুও আমি বাঁচতে চাই,
প্রতিটি দিনকে সাজাই রঙিন স্রোত।

মৃত্যু তো কেবল এক ধাপ,
এক নতুন জীবনের সূচনা,
আমার কাজ, আমার চেতনা,
থাকবে বাঁচিয়ে, হবে অমর ভাষা।

হৃদয়ের গভীরে বাসা বাঁধা,
স্মৃতির চেয়ে মূল্যবান আর কি?
মৃত্যুর কাছে মাথা নত করি,
জীবনের প্রতিটি ক্ষণে বাঁচি আমি।

তাহলে চল, একসাথে হাঁটবো,
জীবন আর মৃত্যুর পথ বেয়ে,
অথবা ভাবি, মৃত্যুর সুরে,
জীবনের গীত আমাদের জন্য গেয়ে।

Comments

    Please login to post comment. Login