পোস্টস

প্রবন্ধ

সংস্কৃতি ও সদাচার (প্রিমিয়াম)

১০ মে ২০২৪

স্বকৃত নোমান

মূল লেখক স্বকৃত নোমান

মানুষের মধ্যে সদাচার গুণটি থাকা আবশ্যক। নইলে মানুষ ও পশুর মধ্যে কোনো ফারাক থাকে না। পৃথিবীর অধিকাংশ ধর্ম সদাচারের কথাই বলেছে, মানুষকে সদাচারী গুণাসম্পন্ন হওয়ার তাগিদ দিয়েছে। ধর্মগ্রন্থগুলোতে সদাচারকে দেওয়া হয়েছে গুরুত্ব। এই গুণটি মানুষকে সুখী করে। এর মাধ্যমে মানুষে মানুষে সৃষ্টি হয় সৌহার্দ-সম্প্রীতি। পরিবারে এই গুণের ঘাটতি থাকলে স্বামী-স্ত্রীতে, ভাইয়ে-ভাইয়ে, বোনে-বোনে কলহ বাঁধে। সমাজে সদাচার না থাকলে সামাজিক শৃঙ্খলা বজায় থাকে না। বাড়ে অশান্তি, হানাহানি। রাষ্ট্রে সদাচার না থাকলে নাগরিকদের মধ্যে তৈরি হয় বৈষম্য।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।