সাবধান!
লিংকন
১৭/১০/২০২০
এখন তুমি প্রস্ফুটিত গোলাপ যেনো!
লাবণ্যতায় পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ!
তুমি নায়াগ্রা'র জলপ্রপাতের মতো চঞ্চল!
তুমি যেনো কোকিলকণ্ঠি!
তোমার হাসিতে ঝরে ঝর্ণাধারা!
আলোকিত হয় ভূবণ!
তোমার গন্ধে মাতোয়ারা যেনো
বনের পাখি নদী সাগর!
কত অলির আগমন তোমায় ঘিরে!
ভালোবাসার ডালা সাজিয়ে পুঁজিবে তোমায়!
কত মিথ্যে আশ্বাস,
কত অলিক স্বপ্ন,
কত বশিকরন মন্ত্র!
কত মিষ্টি কথায় যাদুর ছন্দ!
আকাশ বাতাস চন্দ্র তাঁরা
তোমার হাতে এনে দেওয়ার প্রতিশ্রুতি!
মিথ্যে ভালোবাসার অলিক কল্পলোকে
তুমি গা ভাসিয়ে দিও না!
দুমড়ে-মুচড়ে অপবিত্র করে
তোমায় ফেলে দিবে ডাস্টবিন নর্দমায়!
ক্ষণিক যৌবনের ডাকে,
তুমি পা দিও না প্রতারণার ফাঁদে!
হে নারী তুমি সাবধান!
This is a premium post.