পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০৪৮: অনেক কথা বলার ছিল

১৭ অক্টোবর ২০২৪

তারিক হোসেন

অনেক কথা বলার ছিল, বলা হল না;
একি সাথে অনেক পথ চলার ছিল, চলা হলো না।২

আবার যদি হয় গো দেখা, বলবে কি গো মনের কথা?
রাখবে কি গো আঁখিতে আঁখি, মিলাবে কি গো পুরানো খাতা?২
থাকবে কি গো আমায় ঘিরে, ডাকবে কি গো পিছন ফিরে;২
জানা হলো না, আমার জানা হলো না।ঐ

আবার যদি গো সামনে আসো, বাসবে কি গো তেমনি ভালো?
চাইবে কি গো আগের মত, পরান খুলে আমার ভালো?২
তেমনি করে হাতটি ধরে, বসবে কি গো আমার পাশে;২
জানা হলো না, আমার জানা হলো না।ঐ

আবার যদি সকাল বেলা, দেখা হয় বকুলতলা; 
অকারনে হাতটি ধরে, পরাবে কি গো ফলের মালা?২
আগেরি মত আমার জন্য, সাজাবে কি গো ফুলের ডালা?২
জানা হলো না, আমার জানা হলো না।ঐ