Posts

কবিতা

গীতি কবিতা ০০৪৯: তোমারে চেয়েছি তোমারে পেয়েছি

October 18, 2024

তারিক হোসেন

তোমারে চেয়েছি তোমারে পেয়েছি, বেসেছি তোমারে ভালো;২
সারাটা জীবন করিয়া রাখিবো, দুই নয়নের আলো।২ঐ

হাওয়ায় হাওয়ায় দখিনা হাওয়ায়, উড়িবে তোমার উত্তরী;
তোমার চুলে পরিয়ে দিব গোলাপ ফুলের পাপড়ি।২
ফুলের গন্ধ তোমার সঙ্গে মিশিয়ে দিবে ফুল পরী;
তুমি আমার প্রিয় ফুল, বেলি ফুলের মঞ্জুরি।২ঐ

তুমি নয়নের আলোয় রাখিও মোরে, চোখের ও পলকে রাখিও; 
দু হাতে জুড়িয়ে রাখিও মোরে, মনেরি মাঝে রাখিও।২
সুখেতে ও রাখি ও মোরে দুখেতে ও রাখিও; 
আপন করে রাখিও মোরে, পরান জুড়ে রাখিও।২ঐ

Comments

    Please login to post comment. Login