পোস্টস

কবিতা

রাত্রি জাগরণ (প্রিমিয়াম)

১৯ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

রাত্রী জাগরন

লিংকন
১৮/১০/২০১৮

এখন আর ঘুম আসে না আমার।
ঘুম আসবে কেমন করে বলো,
যার ছোঁয়ায় আসবে সুখের ঘুম,
সেই তুমি তো আর নেই,
নেই তোমার সেই হাতের পরশ।

এক সময় খুব চেষ্টা করতাম,
তুমি চলে যাওয়ার পর থেকে,
ইজিয়াম নোরি প্যাথেড্রিন দিয়ে,
তবুও রাতের পর রাত কেটে যায়,
নির্ঘুম রাত্রী যাপনে।

তোমার তো তবু পুরোনো সেই
নরম বালিশখানা আছে,
মাথা গুজে ঘুম পাড়ো তাতে,
আর আমি, এই নতুন বিছানা,
নতুন বালিশে,
এতটুকু স্বস্তি নেই,
এতটুকু শান্তি নেই তাতে।

থাকবে কেমন করে!
সেখানে তো
তোমার গায়ের সেই মিষ্টি
নেশাধরা গন্ধ মাখানো নেই,,,
তাই পুরোনো অভ্যাসে আজো
রাত্রী কাটে,
তোমার অপেক্ষাতে,,,,,,

এটি একটি প্রিমিয়াম পোস্ট।