ওরা এক আকাশভরা ভালোবাসে !
ওদের আকাশে আছে,
চন্দ্র সূর্য নক্ষত্রের খেলা!
আছে ধূমকেতু নীহারিকার আগমন!
রাশি গণনার জন্য আছে
শুকতারা সপ্তর্ষিমণ্ডল!
আমার আকাশ শুণ্যতায় ভরা!
এখানে ছায়াপথে নেই গ্রহ নক্ষত্র!
নেই তারকারাজির মিটিমিটি আলোকপ্রভা!
কিন্তু আমার আছে
প্রশস্ত এক লোমশ বুক!
আছ একবুক ভালোবাসা!
আছে প্রেমময় বিশ্বাস!
নিবে তুমি সবটুকু!
সবটুকু ভালোবাসা!
তুমি শুধু এতটুকু বেসো আমায়!
পাখির মতো করে,
প্রজাপতির মতো করে,
রাতের ছোঁয়ায়
যে ফুল ফোটে তার মতো!
ভালোবাসবে আমায়?
আমার সবটুকু ভালোবাসা
শুধু তোমার জন্য!
This is a premium post.