তুমি চাইলে
"""""""""""""""""""""
লিংকন
তুমি চাইলে আমি
হিমালয় পাড়ি দিবো,
পাড়ি দিবো নীলগিরি
কিংবা কাঞ্চনজঙ্ঘা,
মেঘে থেকে স্বচ্ছ শীতল
এক পশলা বৃষ্টি
এনে দিবো তোমায়।
তুমি চাইলে পাড়ি দিবো,
আটলান্টিক প্রশান্ত মহাসাগর,
এক নিঃশ্বাসে ডুব সাঁতার দিয়ে
তলদেশ থেকে নিয়ে আসবো,
মনি মুক্ত লালচুনী পান্না।
তুমি চাইলে প্রভাতের স্নিগ্ধ আলোয়
ভর করে ডানায় ডানায় মিশে
উড়ে যাবো মেঘেদের দেশে।
তুমি চাইলে হৃদয় জমিনের সবটুকু,
জমি দলিল করে দিবো তোমায়,
ভালোবাসার ঘর বানিয়ে সেথায়,
বসবাস করো বিশ্বাস আর নির্ভরতায়।
১৯/১০/১৭
This is a premium post.