পোস্টস

কবিতা

উদ্বিগ্নিতা (প্রিমিয়াম)

১৯ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

উদ্বিগ্নতা
"""""""""""''''''''''''''
খুব শীত পড়েছে তাই না?
সাথে তুষার আর হিমশীতল,
বাতাসের হুহু করে
কাপুনিটাও বেড়ে গেছে বুঝি!
সবুজ ঘাসও হয়তো আড়াল
হয়েছে রাশিরাশি তুষারের চাপে।
এ সময়টা বেশ ভয় হয় তোমায় নিয়ে।
ঠান্ডায় বড় সমস্যা যে তোমার।
শীতের তীব্রতা তোমায়,
বড় বেশি করে পেয়ে বসে।
ইনফ্লুয়েন্জা জ্বর তোমায় যেন,
কালো ভালুকের মত চেপে ধরে,
ওষুধটাও ঠিক মত নাও না এখন।
কম্বল মুড়ে বিছানার এক পাশে,
আহত পাখির মত ছটফট কর তুমি।
নীল আকাশের নীচে খোলা মাঠে,
শুভ্র কাশফুল ঘেরা নদীর ধারে,
সোনালী ফসলের ক্ষেত আর
ভোরের শিশিরে ভেঁজা
সবুজ ঘাসের উপর,
দুরন্ত গ্রাম্য বালিকার মত
ছুটতে না পারার বেদনায়।
গিজার্ডের উষ্ণ জলে
গোসলে অভ্যস্ত তুমি এখন।
ভয় হয় এটা ঠিকমতো
কাজ করছে তো!
নাকি বরফ শীতল জলেই,
চলছে তোমার নিত্যদিনের কাজ?
শীতের এই ঠান্ডা দিনে,
ইচ্ছে করে বুকের উষ্ণতায়,
সারাটি দিন জড়িয়ে রাখি তোমায়।
না পারি না হারিয়ে গেছ তুমি,
সময়ের অনেক আগেই।
অথচ দেখো ভাবনাগুলোর
যেন কোন মরণ নেই,
সমাধিও হয় না কোন।
"""""""""""""""""" লিংকন।।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।