Posts

কবিতা

গীতি কবিতা ০০৫০:শুধু একটু সুযোগ ভালোবাসিবার।

October 19, 2024

তারিক হোসেন

68
View

আমি চাইনি তোমার কাছে, ভালোবাসা;
চাইনি তোমার কাছে, কাছে আসা।
চাইনি তোমার কাছে, কোন অধিকার।
আমি চেয়েছি শুধু একটু সুযোগ, ভালোবাসিবার।

যেথায় খুশি সেথায় তুমি থাকতেই পারো,
যারে খুশি তারে তুমি ভালবাসতেই পারো;
এটাই তোমার অধিকার।
আমি চেয়েছি শুধু একটু সুযোগ, ভালোবাসিবার।

যা ইচ্ছা তাই তুমি করতেই পারো;
যেমন খুশি তেমন তুমি সাজতেই পারো;
এটাই তোমার অধিকার।
আমি চেয়েছি শুধু একটু সুযোগ, ভালোবাসিবার।

Comments

    Please login to post comment. Login