Posts

কবিতা

গীতি কবিতা ০০৫১: আমার তুমি থাকো

October 20, 2024

তারিক হোসেন

ভালোবেসে সখী কাছে কাছে থাকো;
আমাকে তুমি আপন করে বুকে জড়িয়ে রাখো।২

নয়নে নয়ন রাখিয়া কাছে তুমি থাকো; 
হৃদয়ে হৃদয় রাখিয়া ভালো তুমি বাসো।২
নয়নের আলো নয়ন লোভিবে,
হৃদয়ের উত্তাপ হৃদয় বুঝিবে।২
ভালোবেসে আমার তুমি থাকো।ঐ

হাতে হাত রাখিয়া আমার সাথে চলো;
মনে মন রাখিয়া মনের কথা বলো।২
হাতের মর্ম হাত বুঝিবে,
মন তখন তোমায় ছোবে।২
ভালোবেসে আমার তুমি থাকো।ঐ

Comments

    Please login to post comment. Login