পোস্টস

কবিতা

শুনিতে যদি

২০ অক্টোবর ২০২৪

মাহদি হাসান

ওহে, 

শুনিতে কি পাও? 

যাহা কহিবার লাগি 

অজস্র কল্পনার সহিত 

বিনিদ্র নিশীথ জাগি? 

 

পাইয়া যদিবা থাক

কোথায় তাহার প্রত্যুত্তর? 

 

আর যদি শুনিতে না পাও 

বল কিরূপে কহিলে

তাহা আঘাত করিবে

 তোমার অন্তরদোর? 

 

একটিবার যদি বল সে উপায়

 জয় করিব তাহা খোদারই কৃপায়।

 ভূতল হইতে মহাকাশ

 আন্দোলিত করিয়া, 

খুঁজিয়া লইব যে 

তোমারই পবিত্র হিয়া। 

 

একটিবার দাওগো ছুঁইতে

 তোমারই ও মন 

সাধ্য কার আটকায় 

এ সুতীব্র আন্দোলন? 

 

পরিবার? সমাজ? বাঁধা?

প্রার্থনা কর তাহা যেন 

নিশ্চিহ্ন করিয়া দিতে পারি 

উহাদের এ অজ্ঞতা। 

 

কেবল ভাবিও না 

পর করিও না মোরে দূর, 

সৃজন করিব তোমাতে 

অনন্ত সে সুর।

 

সাক্ষী রহিবে পৃথ্বী

 সাক্ষী রহিবে মানবকুল, 

কতখানি শক্তিধর হইতে পারে 

ভালোবাসার মহৎ শূল। 

 

দিও একঅনু প্রেম 

সঙ্গে একটুখানি ভরসা, 

সিন্ধুতে তাহা পরিণত করিব 

কাটিয়া যাইবে অমাবস্যা। 

 

বাঁধিয়ো তোমার মায়াজালে

 দিও না গো মুক্তি, 

তোমার সহিত বিচ্ছিন্নতায়

 মানিব না কোনো যুক্তি।

 

 জোগাও এইটুকু সাহস

 করুনার কারণ হোক সে শক্তি

 মিথ্যা প্রমাণ করিয়া ছাড়িব 

সহস্র লোকের পঙক্তি। 

 

সৌভাগ্য যে মোর পাইয়াছি 

খানিক অমূল্য স্থান, 

তোমার খাঁটি হৃদমাঝারে 

করিতে অবস্থান। 

 

কৃতজ্ঞতা আদায় করিব কী উপায় 

জানিনা ওগো সুকোমল পদ্মাবতী; 

ভালোবাসিতে কভু করিব না কার্পণ্য 

তুমি যে চিরসতী। 

 

থাকিও দৃঢ় ও সৎ 

করিও না ভয়, 

ভালোবাসার শ্রেষ্ঠত্তে সত্য ব্যতিত 

আর কিসের হবে জয়? 

 

যতন করিও নিজেকে 

লালন করিও সপন, 

তোমাকে অনন্তকাল ধরিয়া ভালোবাসিয়া যাইব 

এই মোর চূড়ান্ত পণ।