Posts

কবিতা

গীতি কবিতা ০০৫২: কেন দূরে থাকো

October 20, 2024

তারিক হোসেন

84
View

কেন তুমি থাকো দূর, বহুদূরে আড়ালে আড়ালে;২
চোখের আড়াল হলেও তুমি, যেতে পারনি মনের আড়ালে।
আড়ালে আড়ালে আড়ালে।২

স্বপ্নে তোমার আনাগোনা, স্বপ্নে তোমার বাস; 
স্বপ্নে আমি তোমারে পাই, স্বপ্নে তোমার আস।২
স্বপ্নে তুমি সদাই থাকো, যেতে পারনি মনের আড়ালে।
আড়ালে আড়ালে আড়ালে।ঐ

বাতাস আমার পরান জুড়ায়, বাতাসের কাছে আসি;
এই বাতাসে মিশানো আছে, তোমার মুখের হাসি।২
আমার কাছে সদাই থাকো, যেতে পারনি আড়ালে।
আড়ালে আড়ালে আড়ালে।ঐ

তোমার মুখের বাণী আমার কানে, সকল সময় বাজে;
তোমার চোখের চাহনি আমার চোখে, নিয়েছি আমি খুঁজে।২
আমার কাছে সদাই থাকো, যেতে পারনি আড়ালে।
আড়ালে আড়ালে আড়ালে।ঐ

Comments

    Please login to post comment. Login