পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০৫৩: কেন রাগ করিব তোমার সনে

২১ অক্টোবর ২০২৪

তারিক হোসেন

সখি তুমি ভুল ভেবেছ মনে মনে; 
কেন আমি রাগ করিব তোমার সনে?
কেন বোঝাবুঝি, কেন অভিমান 
আমার সনে, সখি আমার সনে?

আমি তোমারে বাসি ভালো নীরবে।
কেউ জানিবে না, কেউ বুঝিবে না।
শুধু তুমি জানিবে, তুমি বুঝিবে;
কি গভীর প্রণয় আমার মনে।

ফুল সে ফুটে গন্ধ বিলায় কাননে কাননে
ফুলের সাথে কি রাগ করা যায় অকারণে?
আমি রেখেছি তোমারে মনেরও মন্দিরে; 
ভালোবেসে কত না যতনে।

তোমারে ভেবে ভেবে, তোমার ছবি দেখে; 
দিবস ও রজনী আমার কাটে কত না সুখে। 
আমি তোমারে দেখি, স্বপ্ন আঁকি বুকে; 
ভালোবেসে মনে মনে।