হয়তো সবাই সুন্দর হতে সুন্দর হয়,
হয় শ্যামলা থেকে ফর্সা,
কিংবা ফিরে পায় হারানো সৌন্দর্য।
কি লাভ তাতে বলো!
তুমি জানো কি, তোমার সৌন্দর্যকে?
চিনেছো কি, তোমার লাবন্যতাকে?
হয়তো বাহিরের চাকচিক্যময়
বার্নিশ করা শরীর দেখতে দেখতে,
নিজের দিকে তাকানোর
সুযোগ হয়নি তোমার।
একবার চোখ বন্ধ করে,
গভীর নিঃশ্বাস ছেড়ে
দাঁড়াও নিজের সামনে।
এবার ধীরে ধীরে চোখ খুলো।
তাকিয়ে দেখো তুমি,
কি দেখছো, হ্যাঁ তোমাতেই তুমি।
কি মায়ায় জড়ানো আঁখি,
কাজলের স্নিগ্ধ আলিঙ্গনে ,
আরও মায়াবী করেছে তাকে।
ঠোঁটের মাঝে দেখো,
শান্ত কোমল অথচ কি একটা
অদ্ভুত আকর্ষনে ইন্দুমতি হাসছে তাতে।
রেশম কালো চুলগুলো একটু
ছুঁয়ে দেখো, দেখবে মৃদু হাওয়ায়
কেমন উড়ছে তোমার চিবুক
ঠোঁট পিঠ স্পর্শ করে।
জানো নীল কামিজে তোমায়
নীল আকাশের মতোই লাগে,
যেনো বলাকারা খেলা করবে তাতে।
সবুজ কামিজে আরো অপূর্ব তুমি,
প্রকৃতির সব রং মিশে থাকে তোমাতে।
কালো রঙয়ের খেলায় তুমি যেনো,
স্বর্গ থেকে নেমে আসা এক কৃষ্ণকলি।
ক'জনের এমন হয় বলো?
যা তোমাতে হয়?
তবে শ্যমল মেয়ে আজ সমস্ত
হীনতা ছুঁড়ে ফেলো।
সত্যিই তুমি সুন্দর,
প্রকৃতির মতো সুন্দর,
তুমি সুন্দর, সকালের ঝলমলে,
আলোর মতো সুন্দর।