তুমি আজ স্বাধীন
""""""""""""""""""""""""""""""""
ভালোবাসি বলেই আজ
তোমায় স্বাধীনতা দিলাম,
দিলাম পাঁজরের তৈরী ভালোবাসা
নামক খাঁচার দরজা খুলে,
প্রিয়তমা, এখন তুমি মুক্ত স্বাধীন,
খোলা আকাশে উড়াও তোমার
স্বাধীনতার রঙিন ঘুড়ি।
মুক্ত বিহঙ্গের মতো উড়ো তুমি,
মনের খোলা নীল আকাশে।
হাজারো রঙের পাপড়ি মেলে,
ফোটো এ বাগানে সে বাগানে,
তোমাকে মুগ্ধ করুক মধুমক্ষী।
অলিরা ডানা ঝাপটিয়ে
দলেদলে আসুক,
সুধা পানে নেশাগ্রস্থ হোক
তোমার আলিঙ্গনে।
চলে যাও চলে যাও তুমি,
ভালোবাসার কারাগার থেকে
মুক্ত তুমি, স্বাধীন তুমি আজ।
পরাধীনতার আবদ্ধে থাকা,
স্মৃতিচিহ্ন টুকু শুধু রেখে যাও,
নিঃসঙ্গ জীবনে সেটুকুই না হয় হোক
আমার বেঁচে থাকার অবলম্বন।
প্রিয়তমা যদি কখনও সে শৃংখলে
বন্দী হতে চাও, তবে চলে এসো,
ভালোবাসার সোনার শিকলে
বেঁধে রাখবো তোমায় নিজের মতো করে।
২২/১০/১৭