পোস্টস

কবিতা

অমাবস্যাতিথি (প্রিমিয়াম)

২২ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

""অমবস্যাতিথি""


★ প্রিয়তমা আজ অমাবস্যাতিথি, জানো তুমি?

♥জানি, কেন বলো তো প্রিয়?

★ চলো না জোনাকিপোকার সাথে খেলতে যাই, হারিয়ে যাই ওদের সাথে, সবুজ ঘাসে, বন বাদাড়ে, দেখো ভালো লাগবে তোমার ।

♥ চলো,চলো যাই তবে। বদ্ধ ঘরে বড় ক্লান্ত আমি, বিবর্ণ যেনো, প্রকৃতির সাথে চলো মিশে যাই।

★ এসো প্রিয়তমা হাতদুটো ধরো,
নিয়ে যাবো তোমায় ঘনঘোর
আঁধারে, আলোর খেলা দেখাতে।

♥ হুমমমম,,,,,
চলো তবে আজ আমায় নিয়ে,
হারিয়ে যাবো তোমার সাথে।

★ দেখছো, চারদিকে কতো জোনাকিপোকা, আঁধারকে ফাঁকি দিয়ে কেমন নিয়ন বাতির মতো জ্বলছে আর নিভছে, যেনো জোনাক কন্যার আজ মধুর মিলন হবে।

কি ভাবছো বলতো?

♥ না তো কিছু না, মুগ্ধ হয়ে শুধু দেখছি আর ভাবছি, জীবনের মানে শুধু চার দেয়ালে বন্ধি হওয়ার জন্য নয়, জীবনের মানে আজ খুঁজে পাই স্বাধীনতার আনন্দে।

হুমমমম,দিচ্ছে আলো, আমার তো বেশ ভালো লাগছে।
তুমি না এলে হয়তো দেখাই হতো না, এতো সুন্দর করে।

★ তোমার সঙ্গ পেয়ে যে আমারো
জীবন ধন্য প্র

এটি একটি প্রিমিয়াম পোস্ট।