আলোর পথে চলি!
লিংকন
পরপারে মোরা যদি-
ভালো থাকতে চাই!
ইহকালে ভালো কাজের-
বিকল্প কোন নাই !
দান -খয়রাত,
ভালো কাজ,
করে যাও ভাই!
ও পাড়ে দ্বিগুণেরও বেশি-
পাবে তুমি তাই!!
হালাল উপার্জনে -
রক্ত মাংস গড়ো!
জাহান্নামের আগুনে নয়,
জান্নাতে পাবে আলো!!
হারাম পথের উপার্জনে,
যতোই অট্টালিকা গড়ো!
মনে রেখো জাহান্নামই ,
শেষ ঠিকানা হলো!!
যার জন্য করছো রে ভাই -
হারাম উপার্জন!
মরলে বুঝবে তুমি
এর স্বাদ কেমন!!
সন্তান তোমার হবে না মানুষ
হবে না চোখের তৃপ্তি!
হুতাসন জ্বলবে বুকে,
জ্বলবে ধিকিধিকি!!
এমন সম্পদ দিয়ে,
কি হবে রে ভাই!
ইহকাল পরকাল
সবই হবে ছাই!!
বিলাসিতা নাই জানি,
হালাল জীবনে!
তবে সূখের দেখা তুমি
এইখানেই পাবে!!
পাপের পথ ছেড়ে মোরা,
চলো আলোর পথে আসি!
আল্লাহর রহমতে
সার্থক জীবন গড়ি!
This is a premium post.