তোমার ছায়া পরলো মনে, দিলো মনে দোলা;
তোমার পদধ্বনি পড়বে বলে, রেখেছি দুয়ার খোলা।২
তুমি দোলাও মোরে, নাচাও মোরে,
পরাও মোরে ভালোবাসার মালা।২ঐ
তুমি শিশিরের স্নিগ্ধতা ভোরের কোমল আলো;
আমার মনে তোমার প্রেম আপন হাতে ঢাল।২
তুমি শরতের সোনালী বিকেল, আকাশের মেঘমালা;
তুমি বসন্তের কোকিলের গান, রঙ্গিন ফুলের মেলা।২ঐ
তুমি সুরের মুগ্ধতা, মনের কোমল অনুভূতি;
আমারে তুমি করে রাখো জনম জনমের সাথী।২
তুমি ঝরনার কল কল ধ্বনি, বহু পথ বেয়ে চলা;
তুমি সাগরের সাথে নদীর মধুর মিলন মেলা।২ঐ