এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ; এগিয়ে যাবে বাংলাদেশ;২
শুধু তোমরা বজ্র কন্ঠে জয়োধ্বনি তোল, বাংলাদেশ।
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।ঐ
অস্ত্র ধরেছি, যুদ্ধ করেছি, স্বাধীন করেছি;
বাংলা মায়ের নয়ন থেকে অশ্রু মুছেছি।২
প্রয়োজনে আবার আমরা সবাই মিলে অস্ত্র তুলে নিব;২
করে দিব বাংলা মায়ের ললাট থেকে দূর্নীতিকে শেষ।
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।ঐ
সবাই মিলে কাজ করি, দেশের হাল ধরি;
সবাই মিলে দেশ গড়ি, দেশের সেবা করি।২
প্রয়োজনে দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিব;২
করে দিব বাংলা মায়ের ললাট থেকে সকল কালিমা শেষ।
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।ঐ
সবাই মিলে ন্যায়ের সাথে দায়িত্ব পালন করি;
সবাই মিলে একি সাথে দেশের ভালো করি।২
প্রয়োজনে সবাই মিলে দেশের জন্য জীবন বলী দিব;২
করে দিব বাংলা মায়ের উন্নয়নে সকল বাধা শেষ।
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।ঐ