ইচ্ছে করে!
লিংকন
মাঝেমাঝেই ইচ্ছে করে,
তোর প্রেমে পড়ে যাই!
ইচ্ছে করে
তোর চোখে চোখ রেখে,
দেখি আমার রঙিন পৃথিবী!
ইচ্ছে করে তোর চুলে স্পর্শে
অনুভব করি মেঘের ছোঁয়া!
তোর হাতের স্পর্শে ফিরে পাই,
বাইশ বছরের দুরন্ত যৌবন!
ইচ্ছে করে তোর ঠোঁট নিঃসৃত
হাসির ছন্দে মাতাল হয়ে উঠি
মন মহুয়ার মতো!!!
This is a premium post.