বিল্টুসোনা
""""""""""""""""""""'"""
বিল্টু বিল্টু কোথায় গেলি
আয় রে আয় তাড়াতাড়ি।
হাতে নিয়ে সুতা লাঠাই,
রঙিন রঙিন ঘুড়ি উড়াই।
খেলবো অনেক মজা করে,
মাছ ধরবো নদীর পাড়ে।
শোল বোয়াল রুই কাতলা,
ধরবো মোরা হালা হালা।
দিগন্তের ঐ শেষ পাড়ে,
সুর্য যখন ডুবে যাবে,
জোনাকিপোকার বন্ধু হয়ে,
ফিরবো বাড়ি এক সাথে।
হালুম হুলুম গল্প করে,
রাতটা মোদের কেটে যাবে,
মা এসে চোখ রাঙ্গিয়ে,
আদর শাসন দু'টোই মিলে,
বলবে খোকা ঘুমোনি যে।
চুপটি করে থাকবো শুয়ে,
ঘুম পরীরা লজ্জা পাবে,
ঘোমটা দিয়ে পালিয়ে যাবে,
দেখবে কেমন মজা হবে।
""""""""""""""""""""""""""""""" লিংকন।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।