পোস্টস

কবিতা

নিঃসঙ্গতা (প্রিমিয়াম)

২৪ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

নিঃসঙ্গতা!

লিংকন

কথা ছিলো আজ পূর্ণিমারাতে,
জেগে কাটিয়ে দিবো দুজনে,
ব্যালকনিতে বসে
কফিতে চুমুক দিতে দিতে,
পার করে দিবো শীতের এই রাত।

অথচ পাশে নেই তুমি,
হয়তো ঘুমিয়ে পড়েছো,
কোন নরম বিছানায়,
অন্য কারো শয্যাসঙ্গীনি হয়ে।

বাইরে চমৎকার চাঁদ উঠেছে,
তারই আলোয় খেলা করছে,
দুরন্ত মেঘের দল।

ব্যালকনিতে বসে আছি আমি,
একাকীত্বতা আর নিঃসঙ্গতাকে
জীবন সঙ্গী করে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।