পোস্টস

কবিতা

জীবনানন্দ (প্রিমিয়াম)

২৪ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

জীবনানন্দ
"""''"'''''""""""""""""""
লিংকন

জীবনানন্দ হতে চেয়েছিলাম,
চেয়েছিলাম তুমি নাটোরের
বনলতা সেন হয়ে, একগুচ্ছ
লাল টকটকে গোলাপ হাতে,
এসে বলবে ভালোবাসি,
বড় ভালোবাসি তোমায়।

কতো বসন্ত পেরিয়ে গেছে,
পেরিয়ে গেছে কতো বছর।
তুমি আসনি আমার বনলতা হয়ে।

কতদিন কতো সময় হেঁটেছি আমি,
নদীর ধারে, খোলা মাঠে,
রৌদ্রস্নাত দিনে, পূর্ণিমার গভীর রাতে।
প্রতিটি মুহূর্তকাল ছিলে আমার পাশে,
কল্পনায় বনলতার ছায়া হয়ে।
হাতদুটো ধরে বলতে তুমি,
" ক্ষান্ত হও ক্ষান্ত হও এবার,
দেখো আমি এসেছি তোমার বনলতা "
সম্বিৎ পেয়ে দেখি, তুমি নেই কোথাও নেই।

আবার পথচলা আমার জীবনানন্দ হয়ে,
তুমি আসবে প্রিয়তমা,
আসবে আমার বনলতা হয়ে?
২৩/১০/১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।