কবিতা না কষ্ট?
"""""""""""'"""""""""""""""""
লিংকন
প্রিয়তমা বলেছো কবিতা দুটো,
অসাধারন ছিলো আমার।
মুগ্ধ করেছে তোমায়,
তোমার বেশ ভালো লেগেছে।
তুমি শুধু কবিতায় কালো কালির
লাইনগুলো দেখলে প্রিয়তমা,
দেখনি এগুলোর মধ্য নিহিত
আমার মনের অনুভুতির আঁচড়।
দেখনি হৃদয়ের গভীরে ক্ষত থেকে
নির্গত গাঢ় লাল রক্তে দাগ।
প্রিয়তমা তুমি দেখলে না,
তোমায় হারানোর কষ্টগুলো।
দেখবে কেমন করে বলো,
তুমি তো তখন স্বপ্নের ক্যাম্পাসে
রঙীন আনন্দে বিভোর,
তাই দেখতে পাও নি আমার চোখে
অপ্রস্ফুটিত ভালোবাসা।
তাইতো তোমায় নিয়ে লিখি
আর মনের সমস্ত যন্ত্রনাগুলো,
কবিতার বুকে খোদাই করি।
২৪/১০/২০১৭
This is a premium post.