পোস্টস

কবিতা

এক পেয়ালা বিষ

২৪ অক্টোবর ২০২৪

নাসির ফরহাদ

এক পেয়ালা শরাব  কিংবা এক পেয়ালা বিষ-

নেশা হতে যার প্রয়োজন দীপ্ত অহর্নিশ।

তোর  প্রেমেতে মরছি আমি, পুড়ছি যে তোরপ্রেমে,

নেশা হয়ে যাচ্ছে আমার তোকে সামনে পেলে।

 

তোর মুখেতে নেশা হয়, তোর কথাতে নেশা হয়, 

তোর ঠোঁটেতে নেশা হয়,  নেশা হয় তোর ডাগর ডাগর হরিণ চোখের নীলে।

এক পেয়ালা শরাব নাকি এক পেয়ালা বিষ আমি পান করেছি ভুলে। 

 

তোর ঘাড়ের তিলে নেশা হয়, গালের টোলে নেশা হয়, 

নেশা হয় তোর মেঘের মতো দীঘল কালো চুলে।

এক পেয়ালা শরাব  নাকি এক পেয়ালা বিষ আমি পান করেছি ভুলে।

 

তোর চাওয়াতে নেশা হয়, তোর ইশারায় নেশা হয়,

তোর কপাল ভাঁজে নেশা হয়, নেশা হয় তোর নাকের ডগায় মুক্তা দানা ঘামে।

এক পেয়া লাশরাব  নাকি এক পেয়ালা বিষ  আমি পান করেছি ভুলে। 

 

তোর হাসিতে নেশা হয়, তোর গায়ের গন্ধে নেশা হয়

তোর আঁচলে নেশা হয়, নেশা হয় তোর চলার ছন্দে চিকন কোমর দোলে। 

এক পেয়ালা শরাব না কি এক পেয়ালা বিষ আমি পান করেছি ভুলে।