Posts

কবিতা

যখন আমি নাই

October 25, 2024

সালসাবিলা নকি

59
View

যদি বিলীন হই,

যদি ডুবে যাই,

যদি হারিয়ে যাই অনন্তকালের গহ্বরে,

মনে পড়বে কি আমার কথা?

হৃদয়ে বাজবে কি ব্যথার সুর?

যদি চলে যাই?

যদি চলে যাই বহু, বহু, বহু- দূর!

যদি কোনো সন্ধান পাওয়া না যায়!

আমায় খুঁজবে কি তোমার চোখ?

মন করবে কি নিদারুণ শোক?

তোমার চোখের আঙিনায়,

তোমার পরিপাটি বিছানায়,

তোমার ঘরের বারান্দায়,

এখানে-ওখানে কোথাও আমি নাই!

কী হবে তখন?

ভাববে কি অকারণ-

‘এই বিশ্বব্রহ্মাণ্ডের কোথায় তারে আমি পাই?'

আমায় না পেয়ে দিশেহারা যখন,

পাথরের চেয়ে ভারী প্রতিটা ক্ষণ,

ভুলে থাকার চেষ্টায়-

ডুবে রবে ব্যস্ততায়,

হাজার কাজের বাহানায়।

তবুও মনে পড়ে যাবে ঠিকই একসময়,

হৃদয়ের খুব কাছাকাছি ছিল একজন

যে এখন আর নাই!

সালসাবিলা নকি

৪ মে ২০২৪ ইং

Comments

    Please login to post comment. Login