লেখক প্রোফাইল

সালসাবিলা নকি
  • স্ট্যাটাস অ্যাক্টিভ
  • মেম্বার হয়েছেন ২৫ অক্টোবর ২০২৪
  • পোস্ট সংখ্যা
  • পোস্ট কিনেছেন
  • পোস্ট বিক্রি হয়েছে

সালসাবিলা নকি

বিখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের যে সুবিশাল ফ্যানবেজ ছিল তাদের অনেকেই জানতেন না এই বিখ্যাত ঔপন্যাসিক মূলত কবি হবার তীব্র বাসনা নিয়ে হাতে কলম তুলে নিয়েছিলেন। কিন্তু লিখতে লিখতে তিনি পরিচিতি পেয়ে যান ঔপন্যাসিক হিসেবে!  পরবর্তীতে তার ঔপন্যাসিক খ্যাতির আড়ালে চাপা পড়ে যাচ্ছিল তাঁর কবি পরিচয়! অনেকটা একই ঘটনা ঘটতে যাচ্ছে কবি এবং লেখক সালসাবিলা নকি -র ক্ষেত্রে! থ্রিলার জনরার লেখক সালসাবিলা নকির প্রথম উপন্যাস ক্যানভাসে আঁকা মৃত্যু -র জনপ্রিয়তাই বুঝিয়ে দিয়েছিল, এই লেখক হারিয়ে যেতে আসেননি। এবং তাঁর দ্বিতীয় উপন্যাস "দ্য আইশ্যাডো বক্স" এর পাঠকপ্রিয়তা দিয়েই তার প্রমাণ তিনি রেখেছেন। এছাড়া সমসাময়িক বেশকিছু জনপ্রিয় সংকলনে রয়েছে তাঁর লেখা থ্রিলার ও হরর গল্প।

সালসাবিলা নকি কবিতাও লিখেছেন বেশকটি। খুব সহজ কথায় এবং খুব স্বাভাবিক কথোপকথনের মতো করে মনের ভাব প্রকাশ করার এবং গভীর অনুভবের অভিব্যক্তি ফুটে উঠে তাঁর কবিতায়। যদিও এখনও পর্যন্ত তার কবিতার বই বের হয়নি। তবুও তার বেশ কিছু কবিতা আবৃত্তিশিল্পীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।