Posts

কবিতা

একাকীত্ব

December 3, 2024

সালসাবিলা নকি

129
View

আমাদের কোথাও কেউ নেই
আমাদের কোথাও কেউ থাকে না।

কাকের ডানার মতো কালো আকাশে 
রুপালি চাঁদটার মতো একা,
পৃথিবী থেকে এক নভো একক দূরত্বে জ্বলতে থাকা সূর্যের মতো একা,
রক্তের কিংবা বন্ধুত্বের কত সম্পর্কের ভীড়ে তুমি-আমি-আমরা কী ভীষণ একা!

আমাদের কেউ নেই, তবুও-
আমাদের না বলা অনেক কথা আছে,
বুকের ভেতর জমাট বাঁধা দুঃখ আছে,
কাজলের আড়ালে লুকানো কান্না আছে,
কৃত্রিম হাসিতে ঠোঁটের ফাঁকে ব্যথা আছে।

আরও আছে চাপা দীর্ঘশ্বাস।
কিছু মিথ্যে আশা,
কিছু অসম্ভব কল্পনা,
একদিন সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাস।

এই নিয়েই বেঁচে আছি তুমি-আমি-আমরা,
তবুও- আমাদের কখনো কেউ থাকে না।

কবিতা- একাকীত্ব
লেখা- সালসাবিলা নকি

Comments

    Please login to post comment. Login