Posts

কবিতা

গীতি কবিতা ০০৫৯: আমার দুই নয়নের দুই তারা

October 25, 2024

তারিক হোসেন

118
View

আমার দুই নয়নের দুই তারা
(কবিতাটি ফারাজ হোসেন এবং ফারহান হোসেন কে নিয়ে লেখা।)

আমার দুই নয়নের দুই তারা;
করেছ আমার জীবন সুখে ভরা।

তোমাদের হাসি খেলা পথচলা;
একটু একটু করে কথা বলা।
একটু একটু করে বড় হওয়া;
দেখে হই আমি আত্মহারা।

কত হাসি গান, খুনসুটি, দুষ্টমি দিয়ে; 
মেতে থাকো সারাদিন আমাকে নিয়ে।
কত চাওয়া পাওয়া আবদার নিয়ে; 
আমার জীবন করো মাতোয়ারা।

কত স্বপ্ন কত আশা কত ভালোবাসা;
তোমরা হবে ভালো মানুষ এই প্রত্যাশা।
তোমাদের জীবন হবে ফুলে ফুলে ভরা;
ভেবে ভেবে আমার মন হয় স্বপ্নে ভরা।

Comments

    Please login to post comment. Login