পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০৫৯: আমার দুই নয়নের দুই তারা

২৫ অক্টোবর ২০২৪

তারিক হোসেন

আমার দুই নয়নের দুই তারা
(কবিতাটি ফারাজ হোসেন এবং ফারহান হোসেন কে নিয়ে লেখা।)

আমার দুই নয়নের দুই তারা;
করেছ আমার জীবন সুখে ভরা।

তোমাদের হাসি খেলা পথচলা;
একটু একটু করে কথা বলা।
একটু একটু করে বড় হওয়া;
দেখে হই আমি আত্মহারা।

কত হাসি গান, খুনসুটি, দুষ্টমি দিয়ে; 
মেতে থাকো সারাদিন আমাকে নিয়ে।
কত চাওয়া পাওয়া আবদার নিয়ে; 
আমার জীবন করো মাতোয়ারা।

কত স্বপ্ন কত আশা কত ভালোবাসা;
তোমরা হবে ভালো মানুষ এই প্রত্যাশা।
তোমাদের জীবন হবে ফুলে ফুলে ভরা;
ভেবে ভেবে আমার মন হয় স্বপ্নে ভরা।