পোস্টস

কবিতা

বরন করবো আজ (প্রিমিয়াম)

২৫ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

বরণ করবো আজ
"""""""""""""""""""""""""""""""""
লিংকন

বড় বেশি ভাগ্যবান আমি,
ইট পাথরের শুষ্ক প্রাণহীন রসহীন,
গতিশীল এ পরিমন্ডলে,
সবাই যখন আপন আপনকে নিয়ে,
মায়া মমতাহীন রক্ত মাংসে গড়া
অশান্তি আর একাকীত্বের ক্ষণিক জীবনে
স্বার্থের কিংবা সময়ের খেলায় ব্যস্ত,
যখন স্রোতহীন নীরস এই আমায়
শুন্যতা নিয়ে নিরব নিস্তব্ধ রাত
পার করছি ধীর নিঃশব্দ গতিতে,
ঠিক তখনি তুমি এলে প্রিয়তমা,
ধুমকেতু কিংবা অমাবস্যা চাঁদ হয়ে।

সত্যিই কেটে গেছে মনের আকাশে
জমানো কালমেঘের আঁধার।
সমস্ত নিরবতা ভেঙে গেছে আজ,
বড় চঞ্চল এখন আমি,
যেনো শরতের ঐ সাদা মেঘের ভেলায়
চেপে পাড়ি দিবো নীল আকাশ,
হাত দুটো ধরে সাঁতার দিবো
বিক্ষুব্ধ সাগরে।

প্রিয়তমা কি দিয়ে বরন বরণ
করবো তোমায়?
শিশিরে ভেজা শিউলীফুল দিয়ে,
কিংবা নীল অপরাজিতা দিয়ে নয়,
তোমায় বরণ করবো আজ হৃদয়ের
সিক্ত ভালোবাসায়।
২৫/১০/১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।