কাকতাড়ুয়া
"""""""""""""""""""""""""
আমি কি কাকতাড়ুয়া হয়ে গেলাম?
মনে হচ্ছে কেউ যেন আজ আমার,
চোখ নাক মুখ কালো কালি দিয়ে
মাটির কলসের উপর এঁকে দিয়েছে।
শুন্য মাথায় কচুরিপানা দিয়ে তৈরী
করেছে আমার কেশগুচ্ছ আর ভ্রু।
অনাদর অবহেলায় ক্ষয়ে যাওয়া,
দুমড়ানো মোচড়ানো ছেঁড়া গেন্জি
দিয়ে আবৃত করেছে আমার সম্ভ্রমটুকু।
বাঁশের খোলসে দাঁড়িয়ে থাকা নির্জীব,
অনুভুতিহীন জীবন্ত শব যেন আমি।
প্রতিদিনেই কত বাঁজ কত কাক,
নৃত্য করে আমারই মাথার উপর।
নির্ভয়ে আমায় রক্তাক্ত করে,
লাঞ্চিত করে খুবলে খায় আমায়।
মেরুদন্ডহীন জড় পদার্থের মত,
নিরুপায় আমি শুধু আজ।
উফ্ শব্দটিও পাঁজরের ভিতর,
ভয়ে কুঁজো হয়ে নীরবে অশ্রু ফেলে।
আমার মন আমার বিবেক মৃত প্রায়,
আজ আমি জনাকীর্ণ সমাজের মাঠে,
সত্যিই হাস্যকর এক কাকতাড়ুয়া।
"""""""""""''"""""""""""""""""""" লিংকন।