Posts

কবিতা

গীতি কবিতা ০০৬০: রূপসী সোনার বাংলাদেশ

October 25, 2024

তারিক হোসেন

150
View

     রূপসী সোনার বাংলাদেশ

কি সুন্দর, কি মায়াবী, কি রূপসী সোনার বাংলাদেশ;
হাজার বছরে ও হবে না আমার দেখার ইচ্ছা শেষ।২

যখন ধানের ক্ষেতে, ফসলের মাঠে বাতাস দোলা দেয়;
দূর আকাশে সাদা বক, গংচিল ডানা মেলে যায়।২
কি যে রুপ, কি যে সুন্দর দৃশ্য খেলা করে যায়;
এই মন মাতানো রুপ দেখে মন জুড়িয়ে যায়।২ঐ

কোকিলের ডাকে শিয়ালের হাকে, কি যে মায়া লাগে;
নদীর বাঁকে, ইলিশের ঝাঁকে আমারে শুধুই ডাকে।২
পালতোলে সারি সারি নৌকা দূর দূর দেশে যায়;
এই রুপসী রুপ আমার মন বারবার দেখিতে চায়।২ঐ

তোমার মাটির গুনে, কত ফুল ফল ফসল ফলে;
কত পাখির গানে গানে, কত প্রজাপতি দোলে।২
কত রুপে কত জীবন কত ভাবে বয়ে যায়;
তোমার এই মায়াবী রুপ আমায় মায়ায় জড়ায়।২ঐ

Comments

    Please login to post comment. Login