ফ্রেঞ্চ বিপ্লব হয়েছিল বৈষম্য দূর করা জন্য এটা একান্তই একটি নিজ স্বার্থ আন্দোলন ভালো থাকা ধর্মের অপব্যবহার একক কর্তৃতবাদ নিরসন এবং অধিকারের এই আন্দোলনের মাধ্যমে যে মানসিক পরিবর্তনগুলো আসে সেগুলো এখনকার সমাজেও সমানভাবে আমাদেরকে প্রভাবিত করে দেওয়া হচ্ছে ঠিক যখন রাষ্ট্রের উপরে অন্যায় করা হয় তখন ওই এলাকার মানুষ ছিল চূপ কারণ সে তো ভালই আছে সে তার মত আছে তার মত করে সে তার জীবন লিভ করছে কিন্তু সামগ্রিকভাবে যখন প্রত্যেকটা কর্মকাণ্ড তাদের জীবনকে ব্যতীত করে ঠিক তখনই এই আন্দোলনটি শুরু হয় তাই এটিকে আমরা নিজ স্বার্থে আন্দোলন বলছি কারণ এখানে রাষ্ট্রের উপরে ভালোবাসা থেকে তারা বিপ্লবটা সংঘটিত করেনি করেছিল নিজস্ব কারণে। কিন্তু অপরদিকে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে যখন বিপ্লব সংঘটিত হয় তখন সেটি ছিল রাষ্ট্রকে ভালোবেসে নিজেকে ভালোবেসে নয় তারা রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিল নিজ স্বার্থের কথা ভেবে বিপ্লব সংঘটিত করেনি লক্ষ্য করলে দেখা যায় আমাদের আন্দোলন প্রিয় ঠিক একইভাবে নিজ স্বার্থকে কেন্দ্র করে শুরু হয় এবং সর্বোপরি বৃহৎ স্বার্থে শেষ হয় তার মানে আমাদের বিপ্লবটি অনেকটা ফ্রেন্স বিপ্লবের মত কিন্তু এই বিপ্লব এই যুদ্ধ তো আমরা আরো অনেকবার করেছি ৫২ তে করেছি ৬৯,৭১,৯০ কিন্তু প্রত্যেক বার আমাদের সংগ্রাম অকার্যকর কেন কারন আমরা একটু চিল মডে চলে গেছি এন্ড দেন আমরা ওই ব্যর্থতাটাকেই ওই যে --