পোস্টস

চিন্তা

যেভাবে পুরুষেরা মেয়েদেরকে দেখে !

২৫ অক্টোবর ২০২৪

শেখ ইয়ামিন সাবিক

আচ্ছা আপনি কি আপনার বাবার সামনেও এভাবে টি-শার্ট আর জিন্সের প্যান্ট পড়ে যান দেখুন ভুল বুঝবেন না আমি স্বাভাবিকভাবেই প্রশ্নটা করলাম  মেয়েদের প্রোফাইলে এগুলো বলার মাধ্যমে জান্নাতে যাওয়া যায় না আমিও তাই বিশ্বাস করি দেখুন আপনি যথেষ্ট জ্ঞানী সুতরাং আপনি জানেন তাহলে আপনাকে আসলে বোঝানোর দরকার নেই কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো একদম কিছুই যদি না হয় তাহলে তো আপনি আপনার বাবার সামনে এভাবে যেতে পারতেন আসলেই কি পেটিগোট পড়ে শাড়ি না পড়ে কারো সামনে যাওয়া যায় কোন কিছু যদি মেয়েটার নাই পড়তো তাহলে কেন ধর্মে এটাকে ফরজ করা হলো ফরজ কেন করা হলো নফলও করতে পারতো কিংবা সুন্নত দেখুন যারা আপনাকে ভালোবাসে কিংবা বোনের মত দেখে তারা কি এভাবে দেখতে পারবে অবশ্যই পারবে কারণ তারা তো আপনাকে বোনের মত দেখে কিন্তু যা দেখেনা এবং তাদের সেসব কটু কথা সেগুলোর পিছনে কি একটুও দায় নেই এগুলো কি আপনি নিতে পারবেন আপনিও তো বলবেন তাদের মানসিকতা ছোট আমিও একমত কিন্তু এটা বলার কি কোন সুযোগ আছে তা যে বিশ্রী ভাবে দেখে সেটা মোকাবেলার জন্য কি আপনাদের মেয়েদের একটুও দাই নাই ? তাহলে কেন‌ বিকিনি পড়ে সমুদ্রে যাওয়া হয় না কেন পুরোপুরি ওয়েস্টার্ন নীতি তে পরিবারের সামনে পোশাক করা হয় না ?