Posts

কবিতা

গীতি কবিতা ০০৬১: আমাদের দেশেটা স্বপ্নের মত আঁকি

October 26, 2024

তারিক হোসেন

আমাদের দেশেটা স্বপ্নের মত ছবির মত আঁকি;
কর্ম দিয়ে ভালোবাসা দিয়ে সাজিয়ে সাজিয়ে রাখি।

কত শত গুণিজন রাঙিয়েছেন বারে বারে আসি;
তারা করেছেন উন্নয়ন দেশের সকলে মিলে মিশি।
তাদের মতো আমরা যেন দেশকে ভালবাসি;
দেশের কল্যাণ আমরা সবাই সবার আগে রাখি।

কত শত বীর যোদ্ধা দেশের জন্য দিয়েছেন জীবন;
এ মাটির সাথে মিশে আছে তাদের বলিদান।
তাদের মতো আমারা ও আজ জীবন বাজি রাখি;
আমাদের দেশটা আমরা সবাই বুকে আগলে রাখি।

দেশের মুক্তি মোদের মুক্তি দেশ আমাদের আপন;
দেশ গড়ে আমারা সবাই গড়ব মোদের জীবন।
দেশের সেবায় আমরা যেন সবার আগে থাকি;
দেশপ্রেম আমরা যেন মনের মাঝে রাখি।

Comments

    Please login to post comment. Login