Posts

কবিতা

গীতি কবিতা ০০৬২: স্বপ্নে তোমার বাস

October 27, 2024

তারিক হোসেন

45
View

স্বপ্নের মত সুন্দর তুমি, স্বপ্নে তোমার বাস;
স্বপ্নে আমি তোমার থাকি, স্বপ্ন বারোমাস।

স্বপ্নে তোমার আসা যাওয়া, স্বপ্নে করো ঢং;
স্বপ্নে আমি তোমার মুখে, মাখিয়ে দেই রং।
স্বপ্নে তুমি বধূ হয়ে, রাঙিয়ে দাও জীবন;
স্বপ্নে তোমার খোপার ফুলে, ছড়ায় ফুলের সুবাস।

স্বপ্নে তোমার ঘুমটা তুলে, আমি যখন দেখি; 
স্বপ্নে তোমার মুখের হাসি, আমারে পড়ায় ফাঁসি।
স্বপ্নের মাঝে তোমায় আমি, অনেক ভালোবাসি;
স্বপ্নের মাঝে তুমিই রানী, স্বপ্নে তোমার বিলাস।

Comments

    Please login to post comment. Login