যদি বয়সটাকে আবার ফেরাতে পারতাম!
ফিরতে পারতাম সেই টগবগে যুবক হয়ে!
তবে এবার আর ভদ্রবেশে নয়,
ডাকাত হতাম আমি! ডাকাত!
চুরি নয়, ছিনতাই নয়,
নয় লুকোচুরি কোন খেলা !
কোন এক বসন্তদিনে -
পাখিরা যখন প্রেমের নেশায় মত্ত হয়!
যখন শিমুল পলাশ রক্তজবা ফুটে,
কাশবনে যখন মেলা বসে নীলপরীদের!
ঠিক তখনই এক নিমিষে
ডাকাতি করতাম তোমায়।