পোস্টস

কবিতা

ডাকাত হতাম (প্রিমিয়াম)

২৭ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ডাকাত হতাম আমি!

লিংকন

যদি বয়সটাকে আবার ফেরাতে পারতাম!
ফিরতে পারতাম সেই টগবগে যুবক হয়ে!

তবে এবার আর ভদ্রবেশে নয়,
ডাকাত হতাম আমি! ডাকাত!
চুরি নয়, ছিনতাই নয়,
নয় লুকোচুরি কোন খেলা !

কোন এক বসন্তদিনে -
পাখিরা যখন প্রেমের নেশায় মত্ত হয়!
যখন শিমুল পলাশ রক্তজবা ফুটে,
কাশবনে যখন মেলা বসে নীলপরীদের!
ঠিক তখনই এক নিমিষে
ডাকাতি করতাম তোমায়।

হরণ করতাম তোমার মায়াবিনী হাসি,
কার্পাসতুলোর মতো -রেশমি চুল,
ডাগর ডাগর আঁখি।

হরণ করে নিতাম-
তোমার হৃৎপিন্ডে জমানো
সমস্ত লাল ভালোবাসা।

ইশ্ যদি ফেরাতে পারতাম বয়সটাকে!
তবে দেখে নিতে,
এবার আমারই হতে তুমি!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।