পোস্টস

চিন্তা

ইলিশ মাছ (প্রিমিয়াম)

২৭ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

সাধারন জিজ্ঞাসা মোদের!

লিংকন
২৬/১০/২৩

ইলিশ নাকি আমাদের জাতিয় মাছ!
হ্যাঁ এক সময় তা ছিলো বটে!
তখন ত্রিশ টাকা, চল্লিশ টাকায় -
আস্ত একটা ইলিশ!
আহ্! সে কি স্বাদ!
কোন বাড়িতে রান্না হলে
তার মৌ মৌ গন্ধে ভরে যেতো পুরো পাড়া।

গরীব বলো, বড়লোক বলো - সবার হাতের নাগালেই ছিলো দাম!
সবাই খেতে পেতো পেটপুড়ে।

অথচ সে ইলিশ আজ -
শুধুমাত্র ধনীদের পাতে শোভা বাড়ায়,
মধ্যবিত্তরা মাঝেমধ্যে বিলাসিতায় মাতে!
গরীব শ্রেণী শুধু বাজারে দেখে আর দীর্ঘশ্বাস ছাড়ে!

অতীত স্মৃতি জাবর কাটে তারা।
মনের সূখে বলে - একদিন!
একদিন আমরাও খেতাম এ ইলিশ,
খেতাম ইলিশ মাছের ডিমভাজা।

সন্তানের দিকে তাকিয়ে কখন যে মনের অজান্তে চোখের জল গড়িয়ে পড়ে!
সম্বিৎ ফিরে পায় মাছওয়ালাদের হাঁক শুনে!
তাদের বুকে রক্তক্ষরণ হয় হৃৎপিন্ডের প্রাচীর ভেদ করে।
কেউ দেখার নেই,
কেউ দেখে না,
কেউ বুঝে না!
বুঝে শুধু মধ্যবিত্ত আর গরীবজনে!

আচ্ছা ইলিশ এখন কেমন করে জাতিয় মাছ হয়?
না! হয় না! যে মাছ ধরাছোঁয়ার বাইরে!
সে মাছ তো আমার দেশের জাতিয় মাছ হতেই পারে না!

এই যে ইলিশ!
গরুর মাংস!
দেশী মুরগি!
বাজারের সব্জি!
ক্ষে

এটি একটি প্রিমিয়াম পোস্ট।