পোস্টস

কবিতা

হিমালয় (প্রিমিয়াম)

২৭ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুপত্র
"""""""""""""""""""
হিমালয় দেখাব বলে আমন্ত্রণ,
জানালাম তোমায় আজ,
তুমি দেখতে এসো প্রিয়তমা।
শীতকে বলেছি যেন সারাদিন
পাহাড়টাকে ধরে রাখে।
মেঘকে বলেছি ঢেকে না রাখতে।
ঘন কুয়াশা কথা দিয়েছে,
বাধা হয়ে দাড়াবে না সে।
তুমি আসবে তাই তো,
হীম শীতল বাতাস বইবে,
চুল তোমার এলোমেলো
করবে বলে।
সবুজ ঘাসে শীতলপাটি পেতে,
পাঠালিগুড় আর ধোঁয়া উঠা
চা নিয়ে বসবো তোমায় নিয়ে।
গানে গল্পে কাটিয়ে দিব সময়টাকে।
তুমি আসবে তো হিমালয় দেখতে?
""""""""""'''''""""""""""""""""" লিংকন।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।