অনুপত্র
"""""""""""""""""""
হিমালয় দেখাব বলে আমন্ত্রণ,
জানালাম তোমায় আজ,
তুমি দেখতে এসো প্রিয়তমা।
শীতকে বলেছি যেন সারাদিন
পাহাড়টাকে ধরে রাখে।
মেঘকে বলেছি ঢেকে না রাখতে।
ঘন কুয়াশা কথা দিয়েছে,
বাধা হয়ে দাড়াবে না সে।
তুমি আসবে তাই তো,
হীম শীতল বাতাস বইবে,
চুল তোমার এলোমেলো
করবে বলে।
সবুজ ঘাসে শীতলপাটি পেতে,
পাঠালিগুড় আর ধোঁয়া উঠা
চা নিয়ে বসবো তোমায় নিয়ে।
গানে গল্পে কাটিয়ে দিব সময়টাকে।
তুমি আসবে তো হিমালয় দেখতে?
""""""""""'''''""""""""""""""""" লিংকন।
This is a premium post.