পোস্টস

চিন্তা

ধিক্কার (প্রিমিয়াম)

২৭ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

নিজেরে দেই ধিক্কার!
""""""""""""""""""""""""""""""""""""
লিংকন

খুনি সে তো খুন করবেই,
ধর্ষক সেও লাঞ্চিত করবে,
ভন্ড প্রতারক প্রতারণা করবেই।
ঘুষ যারা খায় সে তো খাবেই।
ইভটিজারদের কাজই
যৌন হয়রানি করা।।

তাদের কাজের মাঝে ভুল দেখি না।
দেখি না তাদের কোন দোষ।
তারা তো নরপশু জানোয়ার,
নৌতিকতা শুন্য হিতাহিত জ্ঞানহারা
বর্বর পাষাণ সীমার।
তারা এসব করবেই।
এটা তাদের জন্মের দোষ,
রক্তের দোষ,
দোষ তাদের আত্মার!

আমি দোষ দেই নিজেরই প্রতি,
ধিক্কার দেই নিজেকেই,
ঘৃণা হয় নিজের প্রতি।

মানুষ হয়েও মানবতার লেশমাত্র
নেই আমার মাঝে।
পারি না রুখে দাঁড়াতে,
চিৎকার করে বলতে পারি না,
হারামজাদা বন্ধ কর্ এসব,
নইলে তোর কলিজা ছিঁড়ে
কুকুর শিয়ালে খাওয়াবো।
গর্জন করে বলতে পারি না,
এবার তোর রেহাই নেই হারামজাদা,
জাহান্নামেই করে দিবো তোর নিবাস।

বলতে পারি না প্রতিবাদও নয়।
প্রতিবাদহীনতার জন্যই তো
আজ দানবের উল্লাস।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।